আন্তর্জাতিক

রোহিঙ্গাদের আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক- বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আরও ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এতে ২০১৭ সালের আগস্টে সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির মোট অর্থায়ন বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ মিলিয়ন পাউন্ড।

এই অতিরিক্ত সহায়তার মধ্যে বিশ্ব খাদ্য সংস্থা ৩ মিলিয়ন পাউন্ড ও ইউনিসেফ দেড় মিলিয়ন পাউন্ড পাবে। এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজার ও ভাসানচরের স্থানীয় সম্প্রদায়কে খাদ্য, পানি, স্যানিটেশন ও শিশু সুরক্ষা প্রদান করবে তারা।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় সম্প্রদায়কে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এই নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন ও সুরক্ষা প্রদান করবে।

তিনি বলেন, যুক্তরাজ্য একটি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে, যাতে রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে পারে। রোহিঙ্গারা বাংলাদেশে থাকাকালে আমরা তাদেরকে সহায়তা প্রদান অব্যাহত রাখব।

Back to top button