সারাদেশ

বিরিয়ানির সঙ্গে ঝোল চাওয়ায় খদ্দেরকে ঝলসে দিলেন কর্মচারী

নিউজ ডেস্ক- বগুড়ার আদমদীঘিতে সান্তাহার হোটেলে বিরিয়ানির সঙ্গে ঝোল চাওয়ায় মিঠুন বাঁশফোর নামে এক যুবককে ধাক্কা দিয়ে কড়াইয়ের গরম তেলে ফেলে দেওয়ায় ঘটনা ঘটেছে। এতে ওই যুবকের ডান হাত ঝলসে গেছে। রোববার বিকেলে এশিয়া হোটেলের এক কর্মচারী এ ঘটনা ঘটান।

গুরুতর আহত মিঠুন বাঁশফোরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
মিঠুন রাজশাহীর হরিজন পল্লির মদন বাঁশফোরের ছেলে। তিনি স্থানীয় পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

গত শনিবার মিঠুন আদমদীঘির মাঝিপাড়ার পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসেন। আজ রোববার বিকেলে পিন্টুসহ কয়েকজনের সঙ্গে সান্তাহার এশিয়া হোটেলে খেতে যান তিনি। তাঁরা বিরিয়ানি নেওয়ার পর মাংসের ঝোল চাইলে কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কর্মচারী মিঠুনকে ধাক্কা দিলে তিনি গরম কড়াইয়ের ফুটন্ত তেলের ওপর পড়ে যান। এতে তাঁর ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ঝলসে যায়।

হোটেল মালিকপক্ষের সজিব জানান, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মিঠুন বাঁশফোর নিজেই ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে যান। কেউ তাঁকে ফেলে দেয়নি।

এ ঘটনার বিচার চেয়ে রোববার সন্ধ্যা ৬টা থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন সান্তাহার এশিয়া হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button