ব্রাজিলের রেফারিকে ‘ফ্রান্স সমর্থক’ বানিয়ে দিলেন ইংলিশরা
নিউজ ডেস্ক- ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে ইংল্যান্ডের। গতকাল রাতে হ্যারি কেইনের পেনাল্টি মিসেই কপাল পোড়ে ইংল্যান্ডের। সমতায় ফেরার সুযোগ পেয়েও তার পেনাল্টি মিসে বাড়ির পথ ধরতে হয় থ্রি লায়ন্সদের। তবে এ হারের পর দলের খেলোয়াড়দের ওপর যতটা না ক্ষুদ্ধ ইংলিশ সমর্থকরা, তার চেয়ে বেশি পিণ্ডি চটকাচ্ছেন ম্যাচ পরিচালনা করা ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইয়োর।
ইংলিশ সমর্থকরা সাম্পাইয়োর ওপর ক্ষেপে আছেন ম্যাচে তার নেওয়া একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জন্য। তাদের মতে, পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন সাম্পাইয়ো। ফলে উইকিপিডিয়ায় এই রেফারির পরিচয়ই বদলে দিয়েছিলেন তারা। উইকিপিডিয়া হলো, ইন্টারনেটে যেকোনো বিষয়ে সঠিক তথ্য পাওয়ার ওয়েবসাইট। এখানেই যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। তবে এখানে যে কেউ লিখতেও পারে। সে সুযোগ নিয়েই ইংলিশ ভক্তরা, সাম্পাইয়োকে সরাসরি ফ্রান্স সমর্থক বানিয়ে দিয়েছিল।
উইকিপিডিয়ায় এখন সঠিক পরিচয় পাওয়া গেলেও ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচ শেষ হতেই দেখা যায় উইল্টন সাম্পাইয়োর বায়োতে লেখা, ‘উইল্টন পেরেইরা সাম্পাইয়ো (জন্ম ২৮ ডিসেম্বর, ১৯৮১) একজন ফরাসি সমর্থক এবং ব্রাজিলিয়ান ফুটবল রেফারি। ’
গতকাল আল খোরের আল বাইত স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টি পায় ইংল্যান্ড। এর আগে প্রথমার্ধেও বেশ কয়েকবার পেনাল্টির আবেদন করেছিল ইংলিশ ফুটবলাররা। তবে তা আমলে নেননি সাম্পাইয়ো। ফ্রান্স ম্যাচের প্রথম গোলটি পায় ১৭তম মিনিটে। অরিলিয়ে চুয়ামেনি দারুণ এক গোলে এগিয়ে নেন ফ্রান্সকে। তবে বল জালে ঢোকার আগে আক্রমণ সাজানোর সময় ইংল্যান্ড ফরোয়ার্ড বুকায়ো সাকা ফাউলের শিকার হন। যদিও তা আমলে নেননি সাম্পাইয়ো।
এরপর ২৪তম মিনিটে হ্যারি কেইন ফ্রান্সের ডি বক্সে পড়ে গেলে পেনাল্টির দাবি জানান। খেলোয়াড়দের আবেদনের মুখে ভিএআরের সহায়তা নিলেও ব্রাজিলিয়ান এই রেফারি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। দ্বিতীয়ার্ধেও সাম্পাইয়োর ভুল ত্রুটি ছিল চোখে পড়ার মতো। ইংল্যান্ডের পাওয়া শেষ পেনাল্টিও তিনি দেননি। ম্যাসন মাউন্ট ডি বক্সে ফাউলের শিকার হওয়ার পর ভিএআর দেখে সিদ্ধান্তে বদল আনেন তিনি।