প্রবাস

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

পর্তুগাল প্রতিনিধিঃ পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবু কায়েস (৩৮) নামে এক বাংলাদেশীর মারা গেছেন। গত শুক্রবার (০৯ই ডিসেম্বর) রাত আনুমানিক ৮.২৫ মিনিটের সময় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী কভিলা/ Covilha শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

সেখানকার বাংলাদেশীরা জানান, পাসপোর্টের তথ্যানুসারে সড়ক দুর্ঘটনায় সদ্য নিহত মোহাম্মদ আবু কায়েসের বাংলাদেশের ঠিকানা রাজধানী ঢাকার খিলগাও হলেও জানা যায় যে- তার গ্রামের বাড়ী কুমিল্লায়।

মোহাম্মদ আবু কায়েসে মর্মান্তিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশী কমিউনিটির মানুষেরা।

Back to top button