বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ব্যবহারে আর কোনো বাধা নেই: পুলিশ
রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয়ার তিনদিন পর নয়াপল্টন ও আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ জানিয়েছে, বিএনপির নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ব্যবহারে আর কোনো বাধা নেই।
রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে পারবে। পুলিশ কোনো বাধা দেবে না।’
এক প্রশ্নের জবাবে ডিসি হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপি কার্যালয়ে যে তালা লাগানো, সেটির চাবি বিএনপি নেতাকর্মীদের কাছেই রয়েছে। তারা যখন খুশি ঢুকতে বা বের হতে পারবে। তারা তাদের কার্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। এতে পুলিশ কোনো বাধা দেবে না।’
তবে, রবিবার বেলা সাড়ে ১১টাযর আগ পর্যন্ত বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেখা যায়নি। এ সময় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে মিরপুরের স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হন। পুলিশসহ আহত হন অর্ধশতাধিক। সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। পুলিশের বোম্ব ডিসপোসাল ইউনিট কার্যালয় থেকে ১৫টি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে বলে দাবি করেছে। ওইদিন গ্রেপ্তার করা হয় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ কমপক্ষে ৩০০ জনকে।
এরপর বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। কোনো নেতাকর্মীকে কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছিল না। তাছাড়া ফকিরাপুল মোড় ও নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড দেয়া হয়। এ সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রাখা ছাড়াও জনগণের চলাচলও নিয়ন্ত্রিত করা হয়।
শনিবার গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে বিএনপি কার্যালয় খুলে দেয়ার দাবি জানানো হয়। এর এক দিনের মাথায় রবিবার কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশে কোনো বাধা নেই বলে জানাল পুলিশ।