খেলাধুলা

অবসরের হুমকি ফিরিয়ে নিলেন নেইমার

এবার কাতার আসরের কোয়ার্টার থেকে কাটা যাবার পর শুধু ব্রাজিলই নয় লাখো কোটি দর্শকের কাছে এবারের বিশ্বকাপ শেষ। আশা নিয়ে আবারো অপেক্ষা চার চারটি বছরের জন্য। তবে গতকাল শুক্রবার রাতে দোহাতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর ব্রাজিল দলকে ঘিরে একের পর এক শিরোনাম তৈরি হতে শুরু করে। খেলা শেষের এক ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে। ব্রাজিলের এই পরিস্থিতির সব দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন এই কোচ।

শুধু তিতে নন, আর ব্রাজিলের জার্সি গায়ে না তোলার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ তারকা থিয়াগো সিলভা ও দানি আলভেজ। নেইমারের নিজেও দল ছাড়ার হুমকি দিয়েছিলেন, তবে পরে সরেও এসেছেন। নেইমার স্বীকার করেছেন, বিশ্বকাপ থেকে ব্রাজিলের দুঃখজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন তিনি।

তার অসাধারণ এক গোলে ব্রাজিল এগিয়ে যাবার পর খেলা শেষ হতে পাঁচ মিনিট বাকি থাকার পরেও আক্রমণে যাওয়া নিয়ে তিনি মাঠের মধ্যেই অসন্তোষ প্রকাশ করেন। কেন সবাই মিলে নিচে এসে দাঁড়ালো না, এনিয়ে দলের খেলোয়াড়দের দুই কথা শুনিয়েছেন তিনি। পদত্যাগের হুমকি থেকে পরে এলেও নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেছেন ৩০ বছরের এই প্লেমেকার। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলবো কিনা, সেটা নিয়ে আমাকে ভাবতে হবে। নিজের কাছে আগে পরিস্কার হতে হবে আমি আসলে কি চাইছি। হুট করে সিদ্ধান্ত নিবো না। তাই আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করে দিচ্ছি না, তবে আবার এরও শতভাগ নিশ্চয়তা নেই যে, আমাকে আবারো নীল হলুদ জার্সিতে দেখা যাবে।

নেইমার বলেন, আমার খুব খুব খারাপ লাগছে। যা যা ঘটে গেছে সেসব হজম করা সত্যিকার অর্থে ভীষণ কঠিন, খুবই কঠিন। আমার কাছে এখনো দুঃস্বপ্নের মতো লাগছে। যা হয়েছে তা বিশ্বাস করতে পারছি না। এটা আমাদের দল নয়।‌ ব্রাজিলের হয়ে রেকর্ড গোল করা এই তারকা জানান, এখন তিনি পরিবারের কাছে ফিরে যেতে চান। পরিবারের কাছ থেকে আবারো প্রাণশক্তি ফিরে পাবেন বলে নেইমারের বিশ্বাস। তবে এটা ঠিক এই হার তাকে অনেক দিন পীড়া দেবে।

এদিকে ৬১ বছরের তিতে জানিয়েছেন, কাতার থেকে বিদায়ের পর তাঁর আর ব্রাজিল দলের কোচ থাকার কোন অধিকার নেই। সব কিছুর দায় নিয়ে তাই সরে দাঁড়ানোর বিকল্প নেই বলেও জানান কোচ তিতে। এরিমধ্যে তার উত্তরসূরী খুঁজতে শুরু করে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। আর জাতীয় দলের হয়ে টানা ১৪ বছর খেলার পর ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, ব্রাজিলের হয়ে খেলার আর কোন সুযোগ থাকা উচিৎ নয়। অবসর নেয়ার এটাই সবচেয়ে ভালো সময়। দলের হয়ে ১১৩টি ম্যাচ খেলা এই তারকার ভাষায়, দুঃখজনক হলেও সত্যি আমি আর কখনোই বিশ্বকাপের শিরোপা উঁচু করে ধরতে পারবো না। তবে কে বলতে পারে যে, অন্য কোন ভূমিকায় সেটি করতে পারবো না। অর্থাৎ কোচ হয়ে ফেরার আগ্ৰহ জানিয়ে রাখলেন তিনি।‌

কোয়ার্টার ফাইনাল শেষে ব্রাজিলের খেলোয়াড়রা নিজেদেরকে সাজঘরে প্রায় দুই ঘন্টা বন্দি করে রেখেছিলেন। ২০ বছর ধরে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ নেয়নি সেলেকাওরা, এর‌ আগে এতো দীর্ঘ সময় তাদের শিরোপা বঞ্চিত থাকতে হয়নি কখনও। ফলে এবারের বিদায়টি নেইমারদের জন্য মেনে নেয়া বড় কঠিন হয়ে পড়েছে। পরের দিন সাত সকালেই রাজধানী ব্রাসিলিয়ার উদ্দেশ্য উড়ে গেছেন তারা। তবে যাবার পথে লন্ডনে যাত্রাবিরতি, ইউরো‌ লিগের খেলোয়াড়রা সেখানে নেমে যাবেন।‌

তরুণ তারকা রডরিগো পেনাল্টি শূট থেকে গোল করতে না পারার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন। এমন দুঃসময়ে তার পাশেও দাঁড়িয়েছেন নেইমার। তিনি বলেন, আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে বলছি ওকে কোন দোষ দেবেন না। সব কিছুর দায় আমার কাঁধে চাপিয়ে দেন, তারপরও ওকে কিছু বলবেন না। ওর সামনে অনেক সোনালী সময়। আর বিশ্বের সেরা খেলোয়াড়ও পেনাল্টি মিস করতে পারেন, আমিও মিস করতে পারি।

নেইমার বলেন, আমি রডরিগো ও দলের সবাইকে বলেছি দোষ আমার, কারণ আমি দলের একজন জেষ্ঠ সদস্য। রডরিগো একজন প্লেমেকার, তাই সে পেনাল্টি নিতে চেয়েছিল। তার মানে এই নয় যে, অন্য যারা শট নিতে গেছে, তাদের সবাই সফল‌ হতে পেরেছে।‌ এই থেকে শুধু ওর নয়, গোটা দলের শিক্ষা নেয়া উচিত।

তিনি আরও বলেন, আমাদের দলের কেউই খলনায়ক নয়। আমরা একসাথে জিতি, আবার একসাথেই হারি। সাজঘরে আমরা এটাই বলেছি। বলেছি যে, এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দলের সবার সাথে কথা বলেছি এবং‌ জানিয়েছি আমরা সবাই একসাথে বেশ কিছু দিন ভালো সময় কাটিয়েছি। আমাদের অনেক নতুন বন্ধু হয়েছে। এমন একটি দলের অংশ হতে পেরে আমার খুব আনন্দ লাগছে।‌ দলের সবাইকে নিয়ে আমি গর্বিত। দুঃখজনকভাবে আমরা শিরোপা জিততে পারিনি, আর এমনটি হতেই পারে।‌ তবে আমরা সবাই এনিয়ে কিছুটা শোকাহত।

Back to top button