বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি অনুমোদন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক কমিটির সভায় ৫ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এর আগে অপর ৪ ওয়ার্ডের সম্মেলনের দিনই দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

এদিকে, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিনের পরিচালনায় আজ নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুিক্ত বিষয়ক সম্পাদক মো. এমাদ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, কামরুল হক, মো. আরবাব হোসেন খান, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ ও সাইদুল ইসলাম।

অপরদিকে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৯ ওয়ার্ডের অনুমোদিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

১ নং ওয়ার্ড- সভাপতি মনজ্জির আলী মনই, সাধারণ সম্পাদক ছফর উদ্দিন।

২নং ওয়ার্ড- সভাপতি হাজী মনজ্জির আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খোকন।

৩নং ওয়ার্ড- সভাপতি আপ্তাব আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

৪নং ওয়ার্ড- সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ।

৫নং ওয়ার্ড- সভাপতি যীশু দেব দাস, সাধারণ সম্পাদক সন্ধিপদ ভট্রাচার্য।

৬নং ওয়ার্ড- সভাপতি রাসেল আহমদ দেলোয়ার, সাধারণ সম্পাদক আলী হোসেন নয়ন।

৭নং ওয়ার্ড- সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মজনু।

৮নং ওয়ার্ড- সভাপতি নজমুল ইসলাম বলাই, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন।

৯নং ওয়ার্ড- সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কফিল আহমদ।

নবগঠিত কমিটির দায়িত্বশীলদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান সমন্বয়ক হারুনুর রশীদ দিপু। তিনি আওয়ামী লীগের নিবেদিত, ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানান।

Back to top button