জাতীয়

বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে প্রতিহত করা হবে: বাবর

নিউজ ডেস্ক- বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরের নন্দনকানন, তুলসীধাম, নিউমার্কেট প্রদক্ষিণ করে।

সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার আগের রূপে ফিরে এসেছে। অগ্নি সন্ত্রাসের দ্বারা দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে দেশে ত্রাসের রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলাদেশ এখন উন্নয়নে মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের মাঝে সুখ শান্তি বিরাজমান। এই স্থিতিশীল পরিবেশকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, এম কুতুবউদ্দিন চৌধুরী, পংকজ রায়, সেলিম উদ্দীন জয়, নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল, তোফাজ্জল হোসেন জিকু, আকতার হোসেন সৌরভ, এহসানুল হক খোকা, আশিকুন্নবী, মাহমুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদীন, আনোয়ার পলাশ, শুভ দত্ত।

এসম উপস্থিত ছিলেন, মো. ইলিয়াস, অজিত বিশ্বাস, খোকন চন্দ্র তাতী, মো. ওমর ফারুক, মো. তসলিম, মো. মোরশেদ আলম, আমিন মোহাম্মদ সাইফুদ্দিন, একে মাসুদ, আকতার হোসেন, মো. জাহেদ, মো. দেলোয়ার, আমিনুল ইসলাম শাহনূর, কামরুল ইসলাম, আবু তাহের রানা, ফিরোজ আহমেদ, একরাম হোসেন, ইকবাল হোসেন, জুবাইদুল আলম আশিক, মো. রুবেল, ইয়াছির আরফাত রিকু, রতন চৌধুরী, রাকিব চৌধুরী, নিয়াজ উদ্দীন তামিম।

Back to top button