ওসমানী হাসপাতালে পড়ে আছে অ জ্ঞা ত লা শ
নিউজ ডেস্ক- সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক পুরুষের লাশ পাওয়া গেছে। হাসপাতালের আউটডোরের পেছনে তার লাশ পাওয়া যায়। কিন্তু তিনি কে, কিভাবে মারা গেলেন এসব তথ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আজ শনিবার সকালে সিলেট মহানগর পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের পেছনে অজ্ঞাত পুরুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ওই পুরুষের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
লাশটি বর্তমানে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ওই পুরুষের পরিচয় জানা থাকলে নগরীর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) বা এসআই আব্দুল আলীমের (০১৭১২-৬১৭৮১৮) সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই মৃত পুরুষের পরিচয় সনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের বিশেষ টিম আঙ্গুলের চাপও সংগ্রহ করেছে।