নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তালা, যান চলাচল বন্ধ

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে, সেই সঙ্গে কাকরাইলের নাইটএঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে দেয়া হয়েছে ব্যারিকেড। পুরো পল্টন এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সে রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। এছাড়া বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচলও বন্ধ রয়েছে।
সরেজমিনে শুক্রবার সকালে নয়া পল্টন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে
রাজধানীর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ে বিএনপির ২০-৩০ জন নেতাকর্মী এতে অংশ গ্রহণে মিছিল করতে দেখা গেছে। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে। তাৎক্ষনিকভাবে তার নাম জানা যায়নি।
টঙ্গী থেকে আসা বিএনপির কর্মী সোহাগ খান বলেন, আমরা মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন বাকিরা গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস বলেন, বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে একজনকে আটক করেছি।
এদিকে নয়াপল্টনসহ গুলিস্তান ও আশপাশ এলাকায় পুলিশকে সর্তক অবস্থানে দেখা গেছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।
পুলিশের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা যেন অবস্থান নিতে না পারেন, সেজন্য পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় সাধারণ মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই এটি করা হচ্ছে বলেও জানান তারা।
এর আগে গত বুধবার বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়ট কার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয় এঘটনার পর থেকেই সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।