গভীর রাতে ককটেল ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর
ময়মনসিংহের ধোবাউড়ায় ককটেল ফাটিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনের নামে মামলা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, রাত আনুমানিক ২টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা চেয়ার-টেবিলসহ অফিসের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বলেন, রাত ৯টার দিকে আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করে চলে যাই। গভীর রাতে এককর্মী ফোন করে ভাঙচুরের বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে দেখি বোমা ফাটিয়ে অফিসে হামলা করা হয়েছে।
হামলার বিষয়টি অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বলেন, এটা সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ।