খেলাধুলা

এবার নিজের নামেই ব্র‍্যান্ড খুলছেন সাকিব আল হাসান।

নিউজ ডেস্ক- বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। একইসঙ্গে চলে মাঠের ক্রিকেটের দারুণ পারফরম্যান্স আবার মাঠের বাইরের নানান বিতর্ক। তবে ভারত সাথে সিরিজ জিতে ফুরফুরে মেজাজেই আছেন এই অলরাউন্ডার। সঙ্গে ঘোষণা, নিজের নামেই এবার ব্র‍্যান্ড নিয়ে আসছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

সাকিবের নামের ব্র‍্যান্ড, তার নামের প্রথম অক্ষর দিয়েই শুরু, নাম ‘SAH75’

শুধু নিজের নামের ব্র‍্যান্ড না সঙ্গে মাঠের ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করার পালা এই অলরাউন্ডারের। ভারতের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নেন এই এই বাঁহাতি পরের ম্যাচে নেন দুই উইকেট। ব্যাট হাতে অপেক্ষায় বড় রানের।

Back to top button