খেলাধুলা

ভারতকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, মনে করেন সুজন

গত ২০১৫ সালের পর এখন ২০২২। ভারতের প্রথম সারির দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ দখল করেছে বাংলাদেশ। আগামীকাল ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সেটি জিতলে প্রথমবারের মতো ভারতকে ধোলাই করবে টাইগাররা।

এদিকে গত দুই ম্যাচে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে ভারতকে হোয়াইটওয়াশ করা অসম্ভব বলে মনে করছেন না খালেদ মাহমুদ সুজন।
এই সিরিজে ছুটিতে থাকা খালেদ মাহমুদ সুজন গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব (হোয়াইটওয়াশ করা)। স্বপ্ন দেখি। কারণ আমরা এখনো আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। যদিও দুটি ম্যাচ আমরা জিতেছি। তবে টপ অর্ডার থেকে আরো বেশি আশা করি, আরো ভালো ব্যাটিং, আরো ভালো কিছু করতে পারি। বোলারদের পারফরম্যান্সে আমি খুবই খুশি, বিশেষ করে চাপের মধ্যে তারা যে রকম বোলিং করেছে।’

সুজন বলেন, ‘টপ অর্ডারে একটা বড় জুটি, কারো বড় রান দেখার অপেক্ষায় আছি। চট্টগ্রামের উইকেটে যা খুবই সম্ভব। আমরা যদি ভালো ব্যাট করি, ভালো জায়গায় বল করি, আরেকটা জয় খুবই সম্ভব। ওয়ানডে ক্রিকেটে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সেই সাহস ও সামর্থ্য আমাদের দুটোই আছে। সেই বিশ্বাস নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি, চট্টগ্রামেও সম্ভব জয়।’

Back to top button