জাতীয়

পুলিশের সিসি ক্যামেরার আওতায় বিএনপি কার্যালয়

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে নয়াপল্টনে রাস্তার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপনার কাজ চলছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে ঢাকা মহানগর পুলিশ।

Back to top button