সুনামগঞ্জ

সুনামগঞ্জ যুবদল নেতা তোফাজ্জলকে নয়া পল্টন থেকে আটক

টাইমস ডেস্কঃ রাজধানীর নয়া পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।

তোফাজ্জল সুনামগঞ্জ শহরে বিএনপির ‘স্লোগান মাস্টার’ হিসাবে পরিচিত।

সমাবেশের উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে শতাধিক বিএনপি নেতা কর্মী মঙ্গলবার ঢাকায় গেছেন। এরমধ্যে তোফাজ্জলও ছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের বললেন, বুধবার নয়া পল্টনে পুলিশ বিএনপির সংঘর্ষের সময় সুনামগঞ্জের অনেক নেতা কর্মী ছিলেন। ওই সময় পুলিশ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। বিএনপির আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করবেন।

তোফাজ্জল হোসেনের পিতা আব্দুল জব্বার তালুকদার তাঁর ছেলের মুক্তি দাবি করেছেন।

Back to top button