স্পর্শ সোস্যাল মিডিয়ার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
স্পর্শ সোস্যাল মিডিয়ার সভাপতি এম সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ পাল দিপকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুকুল হক। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান, স্পর্শ সোস্যাল মিডিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদির, ছিদ্দিক আহমদ, সালেহ আহমদ, এনাম উদ্দিন, এম. এ গনি ও এমরান হোসেন দিপক, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস এবং গর্ভিংবডির চেয়ারম্যান আহমদ হোসেন খান সহ আরো অনেকে।
স্পর্শ সোস্যাল মিডিয়ার বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র ফারুকুল হক বলেন, ২০১৩ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই সংগঠনটি উপজেলাব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
আলোচনা সভা শেষে সম্মেলন অধিবেশনে সংগঠনের ২০২২-২৪ সালের ২ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করেন স্পর্শের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদির। এতে পুনরায় সভাপতি পদে এম. সাইফুর রহমান সাইফ ও সাধারণ সম্পাদক পদে পার্থ পাল দিপকের নাম ঘোষণা করেন তিনি।
কমিটির সিনিয়র সহ সভাপতি ডা. ফাহিম হাছান, সহ সভাপতি জুনাইদ আহমদ সুমন, আহমদ রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আফজালুর রহমান স্বপন, জুয়েল আহমদ শিপু, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান হামীম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, সহ সাংগঠনিক সম্পাদক হাছান আহমদ, সাইফুর রহমান ফরহাদ, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, শিক্ষা সম্পাদক আব্দুল হামিদ, সহ শিক্ষা সম্পাদক দীপ্ত দাস চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মারওয়ান আহমদ চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক অন্তু বিশ্বাস , সমাজসেবা সম্পাদক জুনেদ আহমদ, সহ সমাজসেবা সম্পাদক রেদওয়ান আহমদ রেজা, প্রচার সম্পাদক রুহুল আমিন, সহ প্রচার সম্পাদক মধুসূদন বিশ্বাস, দপ্তর সম্পাদক সালেহ আহমদ, সহ দপ্তর সম্পাদক আবু তাহের, সাহিত্য সম্পাদক ফয়েজ আহমদ, সহ সাহিত্য সম্পাদক তানভীর আহমদ লোদী, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমদ আরিফ, সহ ক্রীড়া সম্পাদক জামিল আহমদ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে জাকিরুল ইসলাম ফাহিম, সুলতান আহমদ, এনামুল হাছান, নাজমুল ইসলাম চৌধুরী, কাবেল আহমদ।
পুনরায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রবাসী মোমেন আহমদসহ আমরা তিন বন্ধুর হাত ধরে গড়ে ওঠা সংগঠন স্পর্শ সোস্যাল মিডিয়া দিন দিন এগিয়ে যাচ্ছে। আগামীতেও এ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করতেছি।