বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় টিলার মাটি কাটার দায়ে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলার মাটি কাটা ও পরিবহনের দায়ে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন ট্রাক্টর মালিক জামাল উদ্দিন ও ট্রাক্টর চালক সহিদ আহমদ।

মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের সোনাই নদীর তীরবর্তী হলদিয়ারপার গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। অভিযানে বড়লেখা থানা পুলিশ সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে হলদিয়ারপার এলাকায় অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন। এ সময় টিলার মাটি কাটায় এবং পরিবহনের দায়ে দুইজনকে আটক করেন তিনি। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ অবৈধভাবে যারা টিলার মাটি কাটবে এবং পরিবহন করবে তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Back to top button