রাজনীতি

পুঁতি কিনতে নয়াপল্টন এসেছিলেন মকবুল, ফিরলেন লাশ হয়ে

গতকাল রাজধানীর নয়া পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালে নিহত মকবুল হোসেন (৪০) পুঁতি কিনতে গিয়েছিলেন বলে জানিয়েছেন নিহতের স্ত্রী হালিমা বেগম। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে স্বামীর লাশ শনাক্ত করেন তিনি। এ সময় স্বামীর লাশ দেখে কান্নায় ভেঙে পরেন হালিমা বেগম।

এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার স্বামী কারচুপির কাজ করতেন। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বিএনপির কর্মীও না। তাহলে তাকে মারা হলো কেন?’

হালিমা আরও বলেন, ‘মকবুল হোসেন বুধবার বাসা থেকে তার বোনের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে বের হন কারচুপির পুঁতি কেনার জন্য। পুঁতি কিনতে গিয়ে নিহত হয়েছেন তিনি। এখন আমার ৮ বছরের সন্তান মিথিলাকে দেখবে কে?’

তিনি বলেন, ‘পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি আমার স্বামী পল্টনে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে।’ নিহতের ভাই নূর হোসেন বলেন, ‘আমার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কর্মীও ছিলেন না। সংসারের তাগিদে কারচুপির জন্য পুঁতি কিনতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে নিহত হয়েছেন।’

এদিকে স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত মকবুল হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। তার বাবার নাম আবদুস সামাদ। পল্লবীর ১১ সেকশনের ১২ নম্বর রোডের ব্লক-‘এ’ লালমাটি টিনশেড কলোনি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

Back to top button