তাহিরপুরে ভারতীয় চোরাই কয়লা নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষ
নিউজ ডেস্ক- তাহিরপুর উপজেলার চাড়াগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় চোরাই কয়লা নিয়ে চোরাকারবারিদের সংঘর্ষে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(৬ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় তাহিরপুর উপজেলার চাড়াগাঁও সীমান্তের ১৯৯৫ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় কয়লা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে কয়লা নিয়ে নয় পূর্ব বিরোধীতা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের চাড়াগাঁও মাইঝহাটি এলাকার ছালাম উদ্দিনের পুত্র ডালিম মিয়া ও একই গ্রামের হারুন মিয়া দু,জনেই চোরাই কয়লা ব্যাবসয়ী হিসেবে পরিচিত। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় চোরাই কয়লা আসার পর দুজনেই কয়লার মালিকানা দাবি করে।এতে কথা-কাটাকাটির একপর্যায়ে দু-পক্ষের আত্মীয় স্বজন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ডালিম মিয়া(৩২) ও তার চাচা হারিছ মিয়াসহ (৪২) ৫ জন আহত হয়।
গুরুতর আহত হারিছ মিয়া বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চাড়াগাঁও মাইজহাটি গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান জানান, চাড়াগাঁও সীমান্ত দিয়ে প্রতিদিন রাতেই ভারত থেকে অবৈধভাবে চোরাই কয়লা আসে। এসব চোরাই কয়লা নিয়ে প্রাইয়েই সংঘর্ষের ঘটনা ঘটলেও বিজিবি ক্যাম্পের দায়িত্বশীল লোকজন তা দেখেও না দেখার ভান করে।
এ বিষয়ে বিজিবি চাড়াগাঁও ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক জানান, কয়লা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেনি, মদ খেয়ে মাতাল হয়ে পূর্ব বিরোধিতা থেকে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।