ফেঞ্চুগঞ্জে মাইজভান্ডারিকে প্রতিহত করতে প্রতিবাদ মিছিল
টাইমস ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজভান্ডারির ওরশ ও নজিবুল বশর মাইজভান্ডারির আগমন কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামের জানু মিয়া তার বাড়িতে ৭ ডিসেম্বর ওরশের উদ্যোগ নিয়েছেন। এখানে বিতর্কিত নজিবুল বশর মাইজভান্ডারি আসার কথা রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। গ্রামবাসীরা মহাসড়কে মিছিল করে মাইজভান্ডারিকে প্রতিহতের ঘোষণা দেন।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে ইউনিয়নের কটালপুর, খিলপাড়া, বৃহত্তর ইলাশপুর গ্রামবাসীরা মহাসড়কে প্রতিবাদ মিছিল করে ও মাইজভান্ডারিকে প্রতিহতের ঘোষণা দেন।
এর আগে সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে প্রায় দেড়শতাধিক মানুষের স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম সিলেটভিউকে বলেন, মাইজভান্ডারি নজিবুল বাশার একজন ভন্ডপীর। সে এর আগেও ২০১৬ ও ২০১৮ সালে এখানে আসতে চাচ্ছিলো তাকে প্রতিহত করা হয়েছে। এবারও ভন্ডপীরকে আমরা আশ্রয় দিব না।