সিলেটের দক্ষিণ সুরমায় লেগুনা- মোটরসাইকেল সং ঘ র্ষে আহত ২
নিউজ ডেস্ক- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় লেগুনা ও মোটরসাইকেল সংঘর্ষে মকবুল আলী ও ছালেক আহমদ নামক দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মকবুল আলী সিলেট নগরীর একটি প্রেসের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক হাবিবুর রহমান চত্তরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আহত মকবুল আলী (৪০) দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের মরহুম আব্দুল্লার পুত্র ও নগরীর একটি প্রেসের ম্যানেজার। ছালেক আহমদ (৬০)একই এলাকার মাছির আহমদের পুত্র।
জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর থেকে সিলেট শহরে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশ্যে আসছিলেন মকবুল আলী। পারাইরচক হাবিবুর রহমান চত্ত্বরের কাছে আসার পর বিপরীতমুখী লেগুনা (সিলেট-ছ-১১-১৫৪২) তার মোটরসাইকেল ( নং সিলেট-এ-১১-২৮১৪) ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা মারাত্মক আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।