বড়লেখামৌলভীবাজার

বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে ঘরে ফেরেনি যুবক, লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি- মৌলভীবাজারের বড়লেখায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে ঘরে না ফেরা বিজিত দাস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত বিজিত উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনীয়া গ্রামের মৃত নিখিল দাসের ছেলে। সে কিছুটা মানসিকভাবে সহজ সরল প্রকৃতির বলে জানিয়েছে পরিবার।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, সোমবার রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি বিজিত। সকালে বাড়ির পাশের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান চাচাতো ভাই সুজয় দাস। পরে তিনি পরিবারের সবাইকে জানালে তারা এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে প্রেরণ করে। সোমবার রাতের যে কোন সময় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।

এবিষয়ে চাচাতো ভাই আশোক দাস অনিক মুঠোফোনে বলেন, ‘ আমার চাচাতো ভাই বিজিত সহজ সরল প্রকৃতির ছেলে। তার সাথে কারও কোন বিরোধ নেই। রাতে বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে সে আর ঘরে ফেরেনি। পরে সকালে আমরা তার লাশ দেখতে পাই৷ ‘

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুক মিয়া বলেন, ‘ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে প্রেরণ করা হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ‘

Back to top button