বিয়ানীবাজার লাউতা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের কৃতজ্ঞতা প্রকাশ

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডগুলোর সম্মেলনের মাধ্যমে নতুন নের্তৃত্ব তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১১নং লাউতা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সভাপতি হিসাবে হাবিবুর রহমান হাফিজ এবং সাধারন সম্পাদক হিসাবে আমিনুল ইসলাম বাদল নির্বাচিত হয়েছেন।
এই ইউনিয়নের একমাত্র ওয়ার্ড থেকে সরাসরি সম্মেলন থেকে তাদেরকে নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের উক্ত ওয়ার্ডের সকল নেতাকর্মী ও অন্য প্রতিদ্বন্দি প্রার্থীদের ধন্যবাদ জানান। এছাড়াও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ নের্তৃবৃন্দ তাদের প্রতি আস্থা রাখায় তারা দলের নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে লাউতা ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের কমিটি ঘোষনার পর কমিটিতে থাকা সব ওয়ার্ডের নের্তৃবৃন্দ সিলেট-৬ ( বিয়ানীবাজার- গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।-প্রেবি