শ্রীমঙ্গলে ক্যামিক্যাল ও রং মিশিয়ে মসলা বাজারজাত, জরিমানা
নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসলা কারখানায় অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি মসলা কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের একটি টিমের সহযোগিতায় শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন মসলা কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় মানবদেহের জন্য ক্ষতিকারক রং মশলায় মিশিয়ে বাজারজাত করার অপরাধে সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মশলার মিলকে ২০ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত মাসুম মশলার মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, মশলার মিল মালিকরা মসলার সাথে রং মিশানোর বিষয়টি অস্বীকার করেলও পরবর্তীতে রং মিশানোর কথা তারা স্বীকার করলে দুটি প্রতিষ্টানকে ভোক্তা আইনে জরিমানা করা হয়।
পরে শ্রীমঙ্গলে সকল মশলার মিল মালিকদের সতর্ক করতে আগামীকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে ডাকা হয়েছে।