সিলেট

সিলেট পাসপোর্ট অফিসের পরিচালককে খুলনায় বদলি

নিউজ ডেস্ক- সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁর নতুন কর্মস্থল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

গতকাল রোববার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে তাঁকে বদলির আদেশ জারি করা হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া বদলির আদেশে স্বাক্ষর করেছেন।

মাজহারুল ইসলামকে কোন কারণে বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ নেই বদলির আদেশে। এ ছাড়া সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের নতুন পরিচালক কে, সে সম্পর্কেও কিছু বলা হয়নি।

জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পাসপোর্ট অফিসে প্রতিদিন হাজার হাজার টাকা দুর্নীতি করা হয় বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠেছে। টাকা না দিলে পাসপোর্ট করতে দেওয়া হয় না, সেবাগ্রহীতাদের হয়রানি করা, তাদের সাথে খারাপ আচরণ করাসহ নানা অভিযোগের পাহাড় জমেছে।

এ ছাড়া সম্প্রতি পাসপোর্ট করতে যাওয়া এক নারীকে লাঞ্ছিত করেছেন বলেও অভিযোগ ওঠেছে মাজহারুলের বিরুদ্ধে। এ ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!