খেলাধুলা

দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিউজ ডেস্ক- মরুর বুকে ফুটবল বিশ্বমঞ্চের আসরে ব্রাজিল দলের কাছে পাত্তা পায়নি দক্ষিণ কোরিয়া। সেলেসাওদের সঙ্গে ৪-১ গোল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় লায়নস অব এশিয়ারা।

নকআউটে ব্রাজিলের সঙ্গে পরাজয়ের পরপরই সরে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ পাউলো বেন্তো।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং এটা দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সঙ্গে হবে না।

সাবেক এই পর্তুগিজ মিডফিল্ডার বলেছেন, আমি খেলোয়াড়দের এবং দক্ষিণ কোরিয়ার ফেডারেশনের সভাপতির কাছে জানিয়েছি। এই সিদ্ধান্ত আমি সেপ্টেম্বর থেকে নিয়েছিলাম। তাদের কোচিং করাতে পেরে আমি গর্বিত। এখন বিশ্রামে যেতে চাই। তারপর দেখা যাক কী হয়।

Back to top button
error: Alert: Content is protected !!