খেলাধুলা

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে থাকবে ৫ স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক- আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে ভারত-বাংলাদেশের মধ্যে তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া রয়েছে একটি টেস্ট ম্যাচও। আর এ উপলক্ষে ৫ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু থেকে জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় অংশ নিয়েছিল পুলিশের পাশাপাশি বাহিনীটির বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরাও।

মহড়া শেষে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা চট্টগ্রাম আগমনের পর থেকে পুলিশ কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করবে। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ থেকে জহুর আহাম্মদ স্টেডিয়াম পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে ৫ স্তরের নিরাপত্তা দেওয়া হবে তাদের।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর চট্টগ্রামে একটি ওয়ানডে ও ১৪ ডিসেম্বর একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

Back to top button
error: Alert: Content is protected !!