দেশের আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের স্বাধীনতাসহ সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে সব চেয়ে বেশী অত্যাচার নির্যাতন চালিয়েছে ছাত্রলীগের ওপর। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ীমী লীগ অস্ত্রের বদলে ছাত্রদের হাতে বই খাতা তুলে দিয়েছে। দেশের যতটুকু অর্জন তার সবটুকু আওয়ামীলীগ ও ছাত্রলীগের হাত ধরে এসেছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তারা ইতিহাসকে বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতিকে জানতে দেয়নি দলটি। গণতন্ত্রকে ক্যান্টনমেন্টে বন্দী করেছে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।