খেলাধুলা

তিনটি পেনাল্টি টেকিয়ে ক্রোয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে নিলেন লিভাকোবিচ

চলমান কাতার বিশ্বকাপের প্রথম কোনো ম্যাচ টাইব্রেকারে গড়ালো। আল জানুব স্টেডিয়ামে জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। এটিই এ বিশ্বকাপের প্রথম ম্যাচ যেটি অতিরিক্ত ৩০ মিনিটসময়ে গড়ালো। কিন্তু, অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকে জাপানের তিনটি শর্ট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোবিচ, ৪-১ গোলে জয় পায় ক্রোয়েশিয়া। তৃতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা

সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ক্রোয়েশিয়া-জাপানের নকআউট রাউন্ডের ম্যাচ। এ ম্যাচের প্রথমার্ধে মায়দার গোলে লিড পায় ব্লু সামুরাইরা। এরপর, দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ইভান পেরিসিচের গোলে সমতা ফেরায় ক্রোয়াটরা।

এরপর, আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সে সময়েও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
বিস্তারিত আসছে…

Back to top button