সিলেট

সিলেটে ফুটবল উন্মাদনা, অ্যাকশনে যাচ্ছে পুলিশ

নিউজ ডেস্ক- ৩ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ৩টা। আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে। কষ্টার্জিত জয় হলেও সিলেটে আর্জেন্টিনার সমর্থকরা উন্মাদের মতো রাস্তায় নেমে পড়েন। তারা পটকা ফোটানো, ভেঁপু বাজানোসহ, শ’শ’ মোটরসাইকেল নিয়ে রাজপথ কাঁপিয়ে দেন। এতে খুব খারাপ অবস্থায় পড়েছিলেন নানা কাজে শেষ রাতে রাস্তায় বের হওয়া লোকজনের। বিভিন্ন পয়েন্ট ও মোড়ে তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে ১০/১৫ মিনিট।

বিশ্বকাপ ফুটবল নিয়ে সমর্থকদের এমন উন্মাদনায় চরম বিরক্ত তারা। বিষয়টিকে অত্যাচার হিসাবেই ধরে নিচ্ছেন ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপও চেয়েছেন কেউ কেউ।

তবে ক্ষোভ আছে পুলিশের বিরুদ্ধেও। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে রাত সোয়া তিনটার দিকে জিন্দাবাজার পয়েন্টে টহল পুলিশের গাড়িতে কয়েকজন পুলিশ সদস্যকে নির্বিকার বসে থাকতে দেখা গেছে। যখন যানবাহন চলাচল বন্ধ করে চৌ-রাস্তা অবরোধ, পটকা ফোটানো, নাচ, মিছিল, উচ্চ শব্দে কান ঝালাপালা চলছিল, তখন তাদের নিস্ক্রয়তা দেখে ক্ষোভ ঝেড়েছেন অনেক ভুক্তভোগী।

ওই পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কাজ শেষে বাসায় ফিরছিলেন এই প্রতিবেদক। সঙ্গে আরও কয়েকজন যাত্রী। তাদেরই একজন আমিনুল ইসলাম ( ২৯)। তিনি যাচ্ছিলেন নগরীর দরগাগেইট এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে। তার মা সেখানে চিকিৎসাধীন। কিন্তু জিন্দাবাজার পয়েন্টেই তাকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। বারবার পুলিশের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিলেন তিনি।

তারপর ক্ষোভ ঝেড়ে বলেন, ইকান তারার বাপোর রাস্তা নি? আমরা ঘরবাড়িত যাইতাম নায়নি? ফুলিশর দায়িত্ব নি অনো বইয়া বইয়া দেখা?

একই অবস্থায় পড়তে হয়েছে চৌহাট্টা এবং আম্বরখানা পয়েন্টেও। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে জানা গেছে, সেই রাতে এমন অবস্থায় পড়তে হয়েছে নগরীর অধিকাংশ এলাকায়।

শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, মিছিল বা পটকাবাজী ব্রাজিল সমর্থকরাও করেছেন, করেছেন মোটরসাইকেল র‌্যালিও। তবে কখনোই তাদের রাস্তা অবরোধ করে মিছিল করতে কেউ দেখেন নি।

তবে আজ সোমবার ( ৫ ডিসেম্বর ) দিবাগত রাত ১টার দিকে আবার ব্রাজিলের ম্যাচ। এশিয়ান ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাতিন পরাশক্তি। শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। এবারের বিশ্বকাপে শেষ ষোলয় এখন পর্যন্ত যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তার সবগুলোতেই ফেভারিটদের জয় জয়াকার।

তাই ধরে নেয়া হচ্ছে, এ ম্যাচেও ব্রাজিল জিতবে। তাহলে কি আর্জেন্টিনা সমর্থকদের মতো তারাও ৩ ডিসেম্বর দিবাগত রাতটা সিলেটের রাজপথে ফিরিয়ে আনবেন?

এমন প্রশ্নের জবাবে ব্রাজিলের কয়েকজন সমর্থক বলেন, আমরা তা করবোনা। সেটি কেউ করলেও তা মোটেও উচিৎ নয়। এ ব্যাপারে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।

এদিকে সিলেটের রাজপথে ফুটবল সমর্থকদের এমন উন্মাদনার দিকে দৃষ্টি আকর্ষণ করলে সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, পটকা ফোটানো বেআইনী। কোনো অবস্থাতেই আতঙ্ক সৃষ্টি করা যাবেনা। এ ব্যাপারে থানাগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দলের বিজয়ে আবেগ দেখানো স্বাভাবিক। কিন্তু পরিবেশ অশান্ত করা যাবেনা। পুলিশ এ বিষয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবে।

রাস্তা অবরোধ করে আনন্দ উল্লাস প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস বলেন, আইনের বাইরে গিয়ে আনন্দ উল্লাসের ব্যাপারে ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে কোতোয়ালী থানাকে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি সাধারণ মানুষ এবং ফুটবল সমর্থকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Back to top button