কুলাউড়ামৌলভীবাজার

‘কুলাউড়ায় চুরি যাওয়া মোটরসাইকেলগুলো অচিরেই উদ্ধার করা হবে’

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার ওসি মো. আব্দুছ ছালেক।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে থানা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়ে কুলাউড়ার গণমাধ্যম কর্মী ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মো. আব্দুছ ছালেক মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা উল্লেখ করে বলেন, কুলাউড়ার বাইরের কিছু চিহ্নিত দাগী চোর স্থানীয় তাদের সহযোগীদের সহায়তায় এ চুরির কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ১ জনকে আটকসহ কাগজপত্র বিহীন ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেলগুলো অচিরেই উদ্ধার হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি বলেন, চুরি-ডাকাতি রোধে প্রতিদিন দিনেরাতে পুলিশের পৃথক পৃথক পেট্রল পার্টি কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক জব্দসহ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, শহরের অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও যানজট নিরসনে পুলিশ মাইকিং করে ২/১ দিনের মধ্যে কাজ শুরু করবে।

এ ছাড়াও কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের বিভিন্ন সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানান ওসি।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন- থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, এসআই এনামুল হক, আব্দুর রহিম জিবান, মনির হোসেন প্রমুখ।

Back to top button