আন্তর্জাতিক
নাইজেরিয়ায় মসজিদে গুলি করে ইমামসহ ১২ মুসল্লি হত্যা
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীরা একটি মসজিদে হামলা চালিয়ে ইমামসহ অন্তত ১২ মুসল্লিকে হত্যা করেছে।
স্থানীয় সময় শনিবার রাতে এশার নামাজের সময় এ হামলা হয়েছে। খবর রয়টার্সের।
এ সময় আরও ১৯ মুসল্লিকে অপহরণ করে সঙ্গে নিয়ে গেছে হামলাকারীরা।
হামলাকারীরা দস্যু হিসেবে পরিচিত। তারা সাধারণত মুক্তিপণের জন্য মানুষকে অপহরণ করে থাকে। কখনো কখনো হত্যাও করে। এ ছাড়া ফসল চাষ ও সুরক্ষার জন্য গ্রামবাসীর কাছ থেকে প্রায়ই অর্থকড়ি দাবি করতে দেখা যায় এ দস্যুদের।
বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তখন প্রাণভয়ে অনেক মুসল্লি পালিয়ে গেছেন।
কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।