রাজনীতি

যুবদল সভাপতি টুকুকে গ্রেফতার দেখালো ডিবি

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।

গতকাল (শনিবার) রাতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি। রাত ১১টার দিকে বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এ অভিযোগ করেন।

তিনি বলেন, এইমাত্র সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছে বলে খবর পেলাম। এভাবে গ্রেফতার করে সরকার পতন ঠেকানো যাবে না। আন্দোলন-সংগ্রাম করেই টুকুসহ সব রাজবন্দিকে মুক্ত করা হবে।

তবে রাতে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার জাগো নিউজকে বলেন, যুবদল সভাপতি টুকুকে আটক করেনি আমাদের টিম।

আটকের বিষয়টি উড়িয়ে দিয়ে গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত শামীম জাগো নিউজকে বলেন, এমন নামের কাউকে আটক করা হয়নি।

আজ টুকুকে গ্রেফতার দেখানো হলো।

Back to top button