জাতীয়

খালেদার বাসার সামনে তল্লাশিচৌকি, রিকশা ছাড়া সব যান চলছে

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র সামনের সড়কের দুই পাশে আজ রোববার সকালেও পুলিশের তল্লাশিচৌকি দেখা গেছে। বাসার ফটকের সামনে রাখা হয়েছে পুলিশের একটি গাড়ি।

আজ রোববার সকালে গুলশান–২–এর ৭৯ নম্বর সড়ক ও খালেদা জিয়ার বাসার সামনে এই চিত্র দেখা গেছে। গতকাল শনিবার রাতে এই তল্লাশিচৌকি বসানো হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুলিশ তল্লাশিচৌকি বসালেও কোনো গাড়ি তল্লাশি করা হচ্ছে না। শুধু রিকশা ছাড়া সব ধরনের যান চলাচল করতে পারছে। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, খালেদা জিয়ার বাসভবনে যেসব গাড়ি প্রবেশ করবে, শুধু সেসব গাড়িইতেই তল্লাশি চালানো হবে।

দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতে এই তল্লাশিচৌকি বসানো হয়েছে। হঠাৎ কেন এই তল্লাশিচৌকি, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা শিল্পী আজ প্রথম আলোকে বলেন, রাত থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে, তবে কী কারণে, সেটা আমার জানা নেই।

এদিকে রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে গত রাতে ঢাকার আমিনবাজার থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন এবং তাঁর সঙ্গে থাকা সংগঠনের সহসভাপতি নুরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান ও যুবদল সভাপতির ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকে পুলিশ আটক করেছে বলে বিএনপি জানিয়েছে।

রাজধানীর বনানীসহ বিভিন্ন এলাকায় পুলিশ ‘ব্লক রেইড’ও শুরু করেছে। এর মধ্যে গত রাতে বনানীর কাকলী এলাকার কয়েকটি আবাসিক হোটেলে তল্লাশি চালাতে দেখা গেছে।

পুলিশ বলেছে, বনানীর কাকলী এলাকায় জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন—এমন সন্দেহে পুলিশের ‘ব্লক রেইড’ চলছে।

এর আগে গতকাল রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশ গত বৃহস্পতিবার থেকে সারা দেশে যে বিশেষ অভিযান পরিচালনা করছে, তাতে ২৪ ঘণ্টায় ১ হাজার ২২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অন্তত ৩২ জন বিএনপির নেতা-কর্মী ও সমর্থক।

পুলিশ এর আগে জানিয়েছিল, ঢাকায় পুলিশের হেফাজত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিত এবং মহান বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি বর্ষবরণ (থার্টি ফার্স্ট নাইট) উদ্‌যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান চলবে।

Back to top button
error: Alert: Content is protected !!