জাতীয়

বনানীর ‘জঙ্গি অভিযানকে’ নিয়মিত কার্যক্রম বলছে পুলিশ

রাজধানীর বনানীতে জঙ্গি সন্দেহে অভিযান পরিচালনার পর সেটিকে রুটিন অভিযান বলে অভিহিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।

শনিবার (৩ ডিসেম্বর) রাত ১১টায় কাকলীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিসি আব্দুল আহাদ বলেন, বনানী-কাকলী এলাকায় আমরা এর আগেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছি। এটা পুলিশের রুটিনমাফিক কাজ। যেখানেই কোনও জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজির সংবাদ আসছে, সেখানেই ব্লকরেইড হচ্ছে। আজকে হয়তো এখানে ব্যাপক আকারে বেশি ফোর্স নিয়ে অভিযান চালিয়েছি। যেটা মিডিয়ার নজরে এসেছে। এটা পুলিশের একান্তই রুটিনমাফিক কাজ। এর বাইরে অন্য কিছু না।

জঙ্গি ছিল এমন সুনির্দিষ্ট তথ্য ছিল কিনা—প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুলিশ ব্লকরেইড দেয়, তল্লাশি চালায় অবশ্যই কোনও তথ্য থাকলে। এখানে আমরা যখন অভিযান চালাই, এর পূর্বে কিছু তথ্য আমাদের কাছে ছিল। এখানে জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী থাকতে পারে এরকম একটা গোয়েন্দা তথ্য ছিল।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরো এলাকাকে কর্ডনের মধ্যে এনে ব্লকরেইড চালিয়েছি। পুলিশের প্রতিদিনের কার্যক্রমের মধ্যেই এই কাজটি হয়েছে। আমরা প্রায় ২ ঘণ্টা কাকলী এলাকায় অভিযান পরিচালনা করেছি। আমরা বেশ কিছু হোটেল, মেসে অভিযান চালিয়েছি। দুই ঘণ্টার অভিযানে আমরা যাদের খুঁজছি, এমন কাউকে পাইনি। আজকের এই অভিযানে কাউকে গ্রেফতার করতে সক্ষম হইনি। অন্য এলাকায় এখন অভিযান চলবে।

এর আগে অভিযান শুরুর দিকে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করছি।

Back to top button
error: Alert: Content is protected !!