জাতীয়

জ ঙ্গি স ন্দেহে বনানীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

জঙ্গি সন্দেহে রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আবদুল আহাদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামে হোটেলটি ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, সেখানে জঙ্গি সদস্য রয়েছে।

তিনি আরও বলেন, বনানীর এই হোটেল এবং একটি মেস জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য আছে। তার ভিত্তিতেই অভিযানে নেমেছি।

Back to top button
error: Alert: Content is protected !!