জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় “জুড়ী মেধাবৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টা ৩০মিনিটে পরীক্ষা সমাপ্ত হয়।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারেও জুড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ২৬০জন ও পঞ্চম শ্রেণীতে ৪১০ জন পরীক্ষার্থীসহ মোট ৬৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় জুড়ী মেধাবৃত্তি প্রকল্পটি। এ প্রকল্পের আওতায় প্রতিবছর উপজেলার তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। এ বছরে দ্বাদশ মেধা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ প্রমুখ।
জুড়ী মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি অশোক রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত। শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।দ