অপরাধ চিত্র

ঢাবিতে গাড়িচাপায় নিহতের ঘটনায় বহিষ্কৃত শিক্ষক গ্রেপ্তার

গতকাল বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহ’র ব্যক্তিগত গাড়ির নিচে পড়ে আটকে যান রুবিনা আক্তার নামের এক নারী। পথচারীদের বারবার চিৎকার সত্ত্বেও আজহার জাফর শাহ ওই অবস্থাতেই গাড়িটি চালিয়ে যান প্রায় এক কিলোমিটার।

প্রচণ্ড চাপ ও আঘাতে পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়। উত্তেজিত জনতা গাড়ির চালক আজহার জাফর শাহকে গাড়িসহ আটকে গণপিটুনি দেয় এবং গাড়িও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আজ ভোরে নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে শাহবাগ থানায় মামলা করেছেন।

গাড়িটির চালক আজহার জাফর শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক। আহত থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুবিনার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Back to top button