চার পরিবর্তন নিয়ে পোল্যান্ডের বিপক্ষে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ইউরোপিয়ান দল পোল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। আর ড্র করলেও তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরবের ম্যাচের দিকে। আর্জেন্টিনার মতো দেশ নিশ্চয়ই সেটি করতে চাইবে না।
কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের লিসান্দ্রো মার্টিনেজ, মন্টিয়েল, গুইদো রড্রিগেজ ও লাউতারো মার্টিনেজের বদলে এই ম্যাচে একাদশে রেখেছেন ক্রিস্টিয়ান রোমেরো, মলিনা, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে পোল্যান্ড।
আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
পোল্যান্ড একাদশ: ফরমেশন (৩-৪-১-২): ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ট লেওয়ানডস্কি, আরকাডিয়াস মিলিক।
কোচ: চেসল মিখনিয়েভিকজ