সিলেট ওসমানি মেডিকেল কলেজের তালাবদ্ধ একটি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার!

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ওসমানি মেডিকেল কলেজের তৃতীয় তলার একটি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শিবিরের লিখা বই এবং প্রচারনা সামগ্রী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী, কলেজ প্রশাসন, আইনসৃংখলা বাহিনী এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে তালাবদ্ধ এই রুমের তালা ভেঙ্গে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সোশ্যাল মিডিয়া এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায় মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীরা ক্লাস করতে আসলে তালাবদ্ধ এই রুমের দরজার কিছু অংশ খোলা দেখতে পান। কিন্তু রুমটি তালাবদ্ধ ছিল। খোলা অংশ দিয়ে শিক্ষার্থীরা তাকালে ভিতরে অস্ত্র দেখতে পান। পরে তারা তাদের ব্যাচম্যাট এবং বন্ধুদের খবর দেন। পরে কলেজ প্রশাসন এবং পুলিশকে অবগত করেন মেডিকেল ছাত্রলীগ কর্মীরা।
মেডিকেল ছাত্রলীগ কর্মীদের দাবী এই রুমটি শিবিরের কর্মীরা ব্যবহার করেন। যদিও কলেজে ছাত্র শিবিরের রাজনিতি নিষিদ্ধ। তবে মেডিকেল কলেজের ছাত্রলীগের দাবী ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক গোষ্টির ব্যানারে সংগঠনটি তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে ওসমানি মেডিকেল কলেজের তৃতীয় তলায় তারা এই রুম বরাদ্ধ পেয়েছে।
এদিকে মেডিকেল কলেজের প্রিন্সিপাল অফিসিয়াল কাজে ঢাকা থাকার কারণে মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল তাৎক্ষণিক একজন প্রতিনিধি পাঠান ঘটনাস্থলে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন শিবিরের কর্মিরা এই রুমটি একটা সময় ব্যবহার করতো। তিনি বলেন প্রিন্সিপাল আসার পর পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
কলেজ প্রশাসনের প্রতিনিধি রুমটি পরিদর্শনের পর পুলিশ রুম থেকে দেশীয় অস্ত্র, শিবিরের লিখা পুরোনো বই, বিভিন্ন প্রচারনা সামগ্রী লিফলেট উদ্ধার করে। ওসমানি মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ এস আও জুয়েল চৌধুরী জানান এখান থেকে উদ্ধার হওয়া কোড়াল, তাদদের লিখা বই, এবং প্রচারণা সামগ্রী অনেক পুরোনো। তিনি জানান কলেজ প্রশাসনের অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসমানি মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের দাবী এসব কারা এবং কখন রেখেছে তা তদন্ত করে বের করা প্রয়োজন। কেননা কোন শিক্ষা প্রতিষ্ঠান এসব অস্ত্র রাখার জায়গা হতে পারে না। এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা এখন আতংকিত। তাদের দাবী যে বা যারা এসব দেশীয় অস্ত্র এখানে যে উদ্দ্যশ্যে রেখেছেন তাদের তদন্ত করে বের করে যথাশিঘ্রই সম্ভব আইনের আওতায় আনা প্রয়োজন।