আর্জেন্টিনার বিজয় উল্লাসে ‘চিৎকার’ দিয়ে যুবকের মৃ ত্যু, নির্বাক বাবা-মা

নিউজ ডেক- কাতার বিশ্বকাপ ফুটবল খেলার উত্তেজনা বহির্বিশ্বের মানুষের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি শহর থেকে গ্রাম-গঞ্জে, পাড়া মহল্লার দর্শক ও প্রিয় দলের সমর্থকদের মাঝে। এই উত্তেজনায় সম্প্রতি আর্জেন্টিনার দ্বিতীয় খেলা চলাকালে প্রিয় দল গোল করার খুশিতে চিৎকার দিয়ে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে এক আর্জেন্টাইন সমর্থকের।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ কলুংকা গ্রামের যুবক শামীম মিয়া। চলমান বিশ্বকাপ খেলায় সমর্থন করতেন প্রিয়দল আর্জেন্টিনার। প্রথম পর্বের প্রথম খেলায় সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হাড়কে যেন কোনো ভাবেই মানতে পারছিলেন না। তাই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় এক বুক আশা নিয়ে খেলা দেখতে বসেছিলেন গ্রামের অন্য দশজনের সঙ্গে।
খেলার দ্বিতীয়ার্ধে গোল করায় খুশিতে চিৎকার দেন শামীম। পরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে গুরুত্বর অবস্থায় শামীমকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী ধর্মপাশা হাসপাতালে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয় সন্তানকে হারিয়ে অনেকটা নির্বাক বাবা-মা। ছেলের মৃত্যুর পর দুশ্চিন্তায় পড়েছেন মৃত ছেলের অবুঝ দুই শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে। তাই অসহায় পিতা চেয়েছেন সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য। এলাকাবাসীও বলছেন দিনমজুর ওই কৃষক পরিবারের জন্য আর্থিক সাহায্য চেয়েছেন এলাকাবাসীও।
স্থানীয় যুবকরা জানান, খেলা নিয়ে এতোটা সিরিয়া হওয়ার কিছু নেই। খেলা শুধু আনন্দ দেয়ার জন্য, খেলা দেখার সময় বিষয়টি খেয়াল রাখার পরামর্শ তাদের।