বিয়ানীবাজারে ৭ দিন ব্যাপি শুরু হচ্ছে করোনা প্রতিরোধক টিকার ক্যাম্প

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা জুড়ে আবার ও শুরু হচ্ছে করোনা প্রতিরোধক ভ্যাক্সিনেশন কার্যক্রম। আগামী ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সাত দিন ব্যাপি চলবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাক্সিনেশন ক্যাম্প। শীতের মৌসুম আসায় হঠাৎ করেই করোনার প্রকোপ আবার ও বৃদ্ধি পেতে পারে। এতে উপজেলার যে সকল করোনা টিকা গ্রহীতা এখন ও টিকার আওতায় আসেন নি তাদের কথা চিন্তা করে এই ভ্যাক্সিন ক্যাম্প কার্যক্রম শুরু হচ্ছে।
১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনার প্রথম, দ্বিতীয় এবং বোষ্টার ডোজ গ্রহণ করতে পারবেন টিকা গ্রহতীরা। এখনো যারা বিয়ানীবাজার উপজেলার টিকার আওতায় আসেন নি এটিই তাদের জন্য শেষ সুযোগ। এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যেককে টিকার আওতায় আসার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন।
উপজেলা স্বাস্থ্য এই কর্মকর্তা জানান এখন শীতের মৌসুম আসছে। এদিকে বিয়ানীবাজারের এখন ও অনেকেই টিকার আওতায় আসেন নি। আবার অনেকেই প্রথম ডোজ দিয়েছেন দ্বিতীয় বা বোষ্টার ডোজ দেন নি। তাদের কথা চিন্তা করে সাত দিন ব্যাপি এ টিকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি জানান উপজেলার যারা এখন ও টিকার আওতায় আসেন নি এটি তাদের জন্য শেষ সুযোগ। তাই উপজেলার সাধারণ মানুষকে উদ্দ্যশ্যে করে তিনি বলেন সবাই যেন টিকার আওতায় আসেন। এক থেকে সাত ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে বিকেল পর্যন্ত দেওয়ার টিকা।
টিকা গ্রহণের ক্ষেত্রে সাথে নিয়ে আসতে হবে জাতীয় পরিচয় পত্র। যদি সনদের প্রয়োজন হয় আর কেউ যদি এখন ও প্রথম ডোজ গ্রহণ না করেন তবে তাকে টিকার আবেদন করার আহ্বান জানান উপজেলার শীর্ষ এই স্বাস্থ্য কর্মকর্তা।