বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই তিল ধারণের ঠাই, বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ

নিজস্ব প্রতিবেদকঃ ঠান্ডার মৌসুম আসতেই বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়ার প্রকোপ। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন এখন তিল ধারণের ঠাই নেই। বিশেষ করে ছোট ছোট শিশু বাচ্চারা আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ায়। হঠাৎ করেই এ রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উৎকন্ঠায় সময় পার করছেন আক্রান্ত শিশুদের পিতা-মাতা। অনেকেই হাসপাতালে পরে আছেন ৪ থেকে ৫ দিন ধরে। রোগীর সংখ্যা অতিরিক্ত হওয়ায় বেড না পেয়ে ফ্লোর এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

সরেজমিনে নিউমোনিয়া আক্রান্ত বেশ কয়েকটি রোগীর স্বজনদের সাথে কথা হয় বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদকের। তারা জানান হঠাৎ করেই তাদের শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাসিন্দা তাহমিনা আক্তার তার ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসকরা জানান তার মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। পরে হাসপাতালে তিনি ভর্তি করেন তার মেয়েকে। টানা ৬ দিন থেকে নিউমোনিয়া থাকার পর ও সুস্থ না হওয়ায় উৎকন্ঠা দেখা দেয় তার মাঝে। অবশেষে মেয়েকে নিয়ে তিনি সোমবার সিলেট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চলে যান।

নিউমোনিয়া মূলত ঠান্ডাজনিত একটি রোগ। এ রোগের ফলে শিশুদের ফুস ফুস আক্রান্ত হয়ে দেখা দেয় শ্বাস কষ্ট। টানা ৭ দিন ধরে চিকিৎসার ফলে অনেকেই সুস্থ হলেও অনেকের ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ ও সময় লাগে। চিকিৎসকরা বলছেন হঠাৎ শীতের মৌসুম আসায় এই রোগ বৃদ্ধি পেয়েছে। যার কারণে হাসপাতালের ইনডোর আউটডোর কোথাও খালি নেই।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন জানান হাসপাতালে এখন তিল ধারণের ঠাই নেই। হাসপাতালের আউটডোর কিংবা ইনডোর সব জায়গা এখন পরিপূর্ণ রোগীদ্বারা। তিনি জানান শীতের মৌসুম আসার কারনে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আর বিশেষ করে নিউমোনিয়া শিশুরা সব থেকে বেশী আক্রান্ত হচ্ছেন।

তিনি আরও বলেন শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে হলে তাদের সব সময় গরম কাপর পড়িয়ে রাখতে হবে। কোনভাবে তাদের ঠান্ডা লাগানো যাবে না। সন্ধার আগেই তাদের ঘরে নিয়ে যেতে হবে। রাতে বাইরে বের হতে দেওয়া যাবে। সকালে ঠান্ডা লাগানো যাবে না। ছোট বাচ্চাদের মায়েদের ও এ বিষয়ে সচেতন থাকতে হবে।

আপনার একটু সচেতনতায় রক্ষা পেতে পারে আপনার আদরের সন্তান। আপনার একটু বেখায়ালিপণায় সন্তানকে নিয়ে পড়তে পারেন ভোগান্তিতে।

Back to top button