বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে এসএসসিতে পাশের হার ৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসিতে পুরো উপজেলায় পাশের হার ৮৩.২২ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিলে পাশের হার  ৮১.১৬ শতাংশ এবং ভোকেশনালে পাশের হার ৬৬.২৩ শতাংশ।

বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষায় বিয়ানীবাজার উপজলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো, তন্মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৩২৯ জন শিক্ষার্থী, পাশের হার শতকরা ৮৩.২২ শতাংশ। এ উপজেলায় এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১৯৩ জন শিক্ষার্থী। ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব থেকে বেশী জিপিএ ৫ পেয়েছে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ৩৭ টি। এছাড়াও পাশের হারের হিসাবে উপজেলার সেরা প্রতিষ্ঠান নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়, বিদ্যালয়টি থেকে ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৬ জন উত্তীর্ন হয়।

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ১৪ টি প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ করেছিলেন ৪৯৯ জন শিক্ষার্থী, তন্মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪০৫ জন শিক্ষার্থী, জিপিএ ৫ পেয়েছেন ১২ শিক্ষার্থী। এই উপজেলায় মাদ্রাসায় পাশের হার শতকরা ৮১.১৬ শতাংশ। এসএসসি ভোকেশনালে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। উত্তীর্ণ হয়েছে ৫১ জন শিক্ষার্থ। জিপিএ ৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। পাশের হার ৬৬.২৩ শতাংশ।

বিয়ানীবাজার উপজেলায় গত বছর থেকে এ বছর কমেছে শিক্ষার্থীদের এস এস সিতে পাশের হার। গত বছর পাশের হার ছিল ৯৬ দশমিক ৩৩ শতাংশ এ বছর তা কমে দাড়িয়েছে ৮৩ দশমিক ২২ শতাংশ। তবে বৃদ্ধি পেয়েছে জিপিএ ৫ এর সংখ্যা।

Back to top button