তাহিরপুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের চিকসা এলাকায় আলাউদ্দিনের একটি পুকুরে এ ঘটনা ঘটেছে।
বিষ প্রয়োগের ফলে ১টি পুকুরের ৬ লাখ টাকার বেশি মাছ মরে ভেসে উঠে। তিনটি পুকুরের মধ্যে একটি পুকুরে এমন ক্ষতিতে মাছ চাষী আলাউদ্দিনের এখন দিশেহারা। আশংকায় আছেন তার অন্য দুটি পুকুরের মাছ নিয়ে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী আলাউদ্দিন জানান, পুকুরে বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে এমন একটি সংবাদ পেয়েছি। এই বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এই বিষয়ে লিখিতভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।