আন্তর্জাতিক

জেদ্দায় আকস্মিক বন্যায় নিহত ২, সড়ক ও বিমান চলাচলে বিঘ্ন

ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবের জেদ্দার স্বাভাবিক জীবনযাত্রা। এরই মধ্যে, এ বন্যায় অন্তত ২ জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। খবর আল অ্যারাবিয়ার।

জানানো হয়, গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে দেখা দেয় আকস্মিক বন্যা। রেকর্ড করা হয় ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। ডুবে যায় ঘর বাড়ি, রাস্তা ঘাট সহ বিভিন্ন স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয় আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বেশকিছু ফ্লাইটও। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এদিকে ভারি বৃষ্টির কবলে সৌদি আরবের পবিত্র শহর মক্কাও।

Back to top button