খেলাধুলা

মেসি শারীরিক বা মানসিকভাবে সুস্থ আছেন: আর্জেন্টিনা কোচ

নিউজ ডেস্ক- সৌদি আরবের কাছে হারের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য এল মন খারাপ করা দেওয়ার মতো এক খবর। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী—লিওনেল মেসি গতকাল অনুশীলন করেননি। আর্জেন্টিনার অনুশীলনে তাঁকে দেখা না যাওয়ার খবরে ভ্রু কুঁচকে যায় সমর্থকদের—তাহলে কি শারীরিক বা মানসিকভাবে সুস্থ নন দলের সেরা তারকা!

বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ–অভিযান শুরু করা আর্জেন্টিনার জন্য মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। বাঁচা–মরার এ ম্যাচের আগে প্রতিটি অনুশীলন সেশনই মেসি–দি মারিয়াদের জন্য খুব প্রয়োজনীয়। এমন অনুশীলন সেশনেই কিনা মেসি নেই!

মেক্সিকো ম্যাচের আগে আজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি এসেছে। স্কালোনি আর্জেন্টিনার সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ‘মেসির গতকাল অনুশীলন না করার খবরটি কোথা থেকে এসেছে আমি জানি না।’

স্কালোনি এরপর মেসির বর্তমান অবস্থা নিয়ে বলেছেন, ‘সে ভালো আছে। শারীরিক দিক থেকে ভালো আছে। ভালো আছে মানসিক দিক থেকেও। কোনো সমস্যা নেই।’

যে দল শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছে, সেই দলের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে ওভাবে হেরে যাওয়াটা বড় এক ধাক্কাই। সেই ধাক্কা কি সামলে উঠতে পেরেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা? মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে তাঁদের মানসিক অবস্থাই–বা কী?

এই প্রশ্নের উত্তরে স্কালোনি বলেছেন, ‘একটা ধাক্কা তো বটেই। (অমন হারের পর) ধাক্কা খাওয়ারই কথা। তবে সেটা সেই সময়ের জন্যই।’

Back to top button