সারাদেশ

দোকানে মিললো ৫০ বস্তা সরকারি চাল

নিউজ ডেস্ক- গাজীপুরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ৫০ বস্তা চাল রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকার একটি মুদি দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বিদ্যুৎ বাদী হয়ে মামলা করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী প্রকৌশলী কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন মাসুম (৪৫)। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অনুসন্ধান চালানো হয়। এসময় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) খাদ্য অধিদপ্তরের ৫০ বস্তা চাল অবৈধভাবে কালো বাজারে বিক্রির জন্য মজুদ করে রাখার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট কমিটির সদস্য আবুল বাশার ও মিজানুর রহমানকে অবগত করা হয়েছে। মাসুমকে জিজ্ঞাসাবাদ করলে কোনো কাগজপত্র দেখাতে না পেরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মসূচি (ওসি) মাহতাব উদ্দিন জানান, ৫০ বস্তায় দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম ও সিলযুক্ত বস্তাগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

Back to top button