টাইমস ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় ফরিদা বেগম (২২) নামে এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আক্তার হোসেন এ রায় দেন।
মামলায় জানা গেছে, দণ্ডপ্রাপ্ত তরুণী জকিগঞ্জ থানার পূর্ব লোহারমহল শেখপাড়ার বাসিন্দা। ২০১৫ সালের ১ আগস্ট সিলেট আখালিয়া বিজিবি-৪১ ব্যাটালিয়নের ই-কোম্পানির দল জকিগঞ্জের লোহারমহলে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে মোট ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে আখালিয়া-৪১ ব্যাটালিয়ন ই-কোম্পানির নায়েব সুবেদার মো. শাহজাহান আলী বাদী হয়ে জকিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকের মামলা করেন।