জাতীয়

গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু

এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে আবেদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর দুই দিন পর গ্রাহক পর্যায়ে বাড়ানোর এই আবেদন করল পিডিবি।

জানা যায়, আবেদনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৪৭ পয়সা বাড়ানোর জন্য বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আবেদন করেছে পিডিবি। এটা বর্তমান মূল্যের ১৯ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি।

এর আগে গত সোমবার (২১ নভেম্বর) পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১৯ দশমিক ৯২ শতাংশ অর্থাৎ ১ টাকা ৩ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।

বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল বলছেন, ৩টি আবেদন জমা দেওয়া হয়েছে। সব বিতরণ সংস্থার আবেদন পেলে যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

Back to top button